নাটোরে নিজ বাড়ির ফটকের সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নাটোরের লালপুর উপজেলায় নিজ বাড়ির ফটকের সামনে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে উপজেলার বামনগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম সাইফুল ইসলাম (৫৫)। তিনি একই গ্রামের এবাদ মুন্সির ছেলে। স্থানীয় বাজারে তিনি একটি মুদিদোকান চলাতেন।
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বামনগ্রাম বাজারে সাইফুল ইসলামের মুদিদোকান আছে। গতকাল রাত ১১টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা হন। বাড়ির ফটকের সামনে পৌঁছামাত্র দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। তাঁর চিৎকারে বাড়ির ভেতর থেকে পরিবারের লোকজন আসেন। সেখানেই সাইফুল মারা যান। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। সুরতহাল করার পর পুলিশ আজ শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত সাইফুলের ভাতিজা সোহেল রানা প্রথম আলোকে বলেন, চাচা প্রতিদিনের মতো দোকান বন্ধ করে গতকাল রাতে বাড়ির পথে রওনা হন। রাত ১১টার দিকে বাড়ির গেটের সামনে রাস্তার ওপর তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কারা কী কারণে তাঁকে হত্যা করেছে, তা বুঝে উঠতে পারছেন না। কারও সঙ্গে তাঁর চাচার বিরোধ ছিল কি না, তা তিনি জানেন না।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান রাজু বলেন, ব্যবসায়ী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় কেউ থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দেননি। তবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
সুত্র: প্রথম আলো
ON/RMN