বাবুগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ ডিসেম্বর, ২০২৪, সকাল ১০টায় “শহীদ বুদ্ধিজীবী দিবস” উপলক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাবুগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপজেলা রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক এবং সুধীজনেরা উপস্থিত ছিলেন।
সভাটি ভাবগাম্ভীর্যের মধ্যে পালিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন খানপুরা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আ জ ম শামসুল আলম, এসিল্যান্ড কামরুন নাহার তামান্না, বাবুগঞ্জ থানা ইনচার্জ মো. আমিনুল ইসলাম, বিমানবন্দর থানা ইনচার্জ মোহাম্মদ জাকির শিকদার এবং উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ অন্যান্য সুধীজনরা সভায় উপস্থিত ছিলেন।
বক্তারা ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে দেশ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভার শেষে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘটে।
-পারভেজ হাওলাদার, বাবুগঞ্জ
ON/RMN