“জলঢাকায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন”

নীলফামারী জেলার জলঢাকায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জলঢাকা জাগ্রত তরুণ ক্রীড়া সংঘের আয়োজনে ও মন্নু ইকো পার্কের স্বত্বাধিকারি আক্তারুল আলম রিয়াদের সভাপতিত্বে জলঢাকা স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন নীলফামারী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মাজহারুল ইসলাম মিঠুন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল (কমেট) চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা আহ্বায়ক মমতাজুল হক মিঠু, পৌর আহ্বায়ক ফরহাদ বিন ওমর ফাহিম, কাঠালী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হালিমুর রহমান (ভানু), আবু তোরাব হোসেন লিমন, জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ জাগ্রত তরুণ সংঘের নেতৃবৃন্দ।
উদ্বোধনী খেলায় রংপুর স্পোর্টিং ক্লাব ও চিলাহাটি স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে। এ সময় প্রধান অতিথি ফাহমিদ ফয়সাল (কমেট) চৌধুরী বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর মানুষ স্বাধীনভাবে কথা বলার ও চলাফেরা করতে পারছে। তারই উদাহরণ আজকের এ ফুটবল টুর্নামেন্ট।’
-মাজেদুল ইসলাম, জলঢাকা
ON/RMN