২১ বল হাতে রেখে টি২০ ম্যাচে আর্জেন্টিনার ৬ উইকেটের বিশাল জয়

২০২৬ টি২০ বিশ্বকাপের সাব রিজিওনাল কোয়ালিফায়ারের গ্রুপ পর্বের ম্যাচে সুরিনামের বিপক্ষে ৬ উইকেটের বিশাল জয় পেয়েছে আর্জেন্টিনা।
শুরুতে সুরিনাম ব্যাট করতে নেমে আর্জেন্টিনার চেয়ে দুর্বল প্রতিপক্ষ সুরিনাম নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ভি সিং ৩০ রান করেন। এছাড়াও শো ২২ এবং শেষের দিকে হিরলাল করেন ১৯ রান। আর্জেন্টিনার পক্ষে কির্সবাউম ৪ ওভারে ৩০ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। এছাড়াও ডগান, রিভারো ও রস্যি শিকার করেন ১ টি করে উইকেট।
১২৪ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় আর্জেন্টিনা তবে সে চাপ সামলে উঠে বারন ও রস্যির পার্টনারশীপে। রস্যি রয়েসয়ে খেললেও বারন ছিলেন আক্রমানত্মক। ৩৭ বলে ৬০ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন বারন। পাশাপাশি বারনকে সঙ্গ দেয়া রস্যি করেন ২৫ বলে ২৩ রান। বারন আউট হলেও ততোক্ষনে জয়ের ভীত করে দিয়ে যান মেসির দেশ আর্জেন্টিনাকে। বোলিংয়ে ৩ উইকেট নেয়া কির্সবাউম ব্যাটিংয়েও ছিলেন বেশ আক্রমানত্মক। ১০ বলে ১৬ রান করে আউট হোন। সবশেষে ১৬.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় আর্জেন্টিনা। সুরিনামের হয়ে শো, স্মিথ ও ভিকারি নেন ১ টি করে উইকেট। তাতে অবশ্য আর্জেন্টিনাকে জয় থেকে দুরে রাখতে পারেনি।
৬০ রানের মারদাঙ্গা ইনিংস খেলে বারন হোন ম্যাচসেরা।
এ জয়ে ৫ ম্যাচে ৩ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে আর্জেন্টিনা এবং ৫ ম্যাচে ৪ হারে ৯ দলের পয়েন্ট টেবিলে ৮ নম্বরে অবস্থান করছে সুরিনাম।
ON/RMN