নাগেশ্বরী তে যুবলীগ নেতা গ্রেফতার

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশ ৯ ডিসেম্বর সন্ধ্যা ৭:০০ ঘটিকায় এক বিশেষ অভিযানে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক রজব আলী (৪৭)কে গ্রেফতার করেছে। তিনি ফুলবাড়ী থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামী।
নাগেশ্বরী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত রজব আলী উপজেলার বল্লভপুর গ্রামের মো: রজব আলী (পিতা- মৃত হাসমত আলী)। তাকে নাগেশ্বরী থানা পুলিশের বিশেষ টিম এসআই মামুন ও এসআই তাজের নেতৃত্বে বল্লভপুর বাজার থেকে গ্রেফতার করা হয়।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান (মিজান) এ বিষয়ে নিশ্চিত করে জানান, ‘রজব আলীকে ফুলবাড়ী থানার মামলা নং-৫, তারিখ-২১/০৮/২৪, ধারা ১৪৩, ৩২৩, ৩২৪, ৩৭৯, ৪২৭, ৫০৬/২, ১১৪, ৩৪ (প্যানাল কোর্ট)’ এর আওতায় গ্রেফতার করা হয়েছে। তাকে আগামীকাল ১০ ডিসেম্বর কুড়িগ্রাম কোর্ট হাজতে প্রেরণ করা হবে।
-জাহিদ খান, কুড়িগ্রাম
ON/RMN