বাবুগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উদযাপন

বাবুগঞ্জে “নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং শ্রেষ্ঠ জয়ীতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ, (তারিখ উল্লেখ করুন), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না।
আলোচনা সভায় বক্তৃতা রাখেন, বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর রাজনৈতিক সমন্বয়ক শেখ নজরুল ইসলাম মাহবুব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম হাওলাদার, আবুল বাসার, উপজেলা কৃষি অফিসার মোহাঃ আব্দুর রউফ, বাবুগঞ্জ থানা অফিসার ইনচার্জ শেখ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়দা আখতার, শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন এবং উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
এ সময়, ‘জয়ীতা অন্বেষনে বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচির আওতায় বিভিন্ন ক্যাটাগরিতে ৫ জন নারীকে সফল জয়ীতা হিসেবে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন:
- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে ফজিলাতুন্নেছা,
- শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ডাঃ মোসাম্মৎ শাহনাজ পারভীন,
- সফল নারী জননী মাসুদা বেগম,
- নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী শিউলী,
- সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী, অফিয়া আফরোজ।
-পারভেজ হাওলাদার,বাবুগঞ্জ
ON/RMN