বাবুগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে কৃষক দলের সৌজন্য সাক্ষাৎ

বাবুগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফারুক আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা কৃষক দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে নবাগত ইউএনও’র কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বাবুগঞ্জ উপজেলা কৃষক দলের বিপ্লবী সভাপতি আরিফুর রহমান রতন তালুকদার-এর নেতৃত্বে কৃষক দলের একটি প্রতিনিধিদল নবাগত ইউএনও’কে ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়ের সময় ইউএনও মোঃ ফারুক আহমেদ বলেন, ‘আমি আপনাদের সহযোগিতায় সুন্দরভাবে কাজ করতে চাই, সে ক্ষেত্রে আপনারা আমাকে সহযোগিতা করবেন।’
এ সময় আরিফুর রহমান রতন তালুকদার উপজেলা প্রশাসনকে সকল প্রকার ভাল কাজের সহায়তা করার প্রতিশ্রুতি দেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আল আমিন হোসেন কিশোর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত সম্পাদক) মোঃ আরিফুর রহমান সুমন জমাদ্দার, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি মিরাজ সরদার, সাংগঠনিক সম্পাদক মিরাজ শরীফ, প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মাস্টার, সন্মানিত সদস্য ডাঃ দেলোয়ার হোসেন।
এছাড়া জাহাঙ্গীর নগর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক গিয়াস উদ্দিন, সদস্য সচিব আবুবকর সিদ্দিক, কেদারপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক লুৎফর রহমান, সদস্য সচিব মিজানুর রহমান, দেহেরগতি ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আবু সাইদ খান, সদস্য সচিব নাসির আহমেদ সাগর, চাঁদপাশা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন ঘরামী, সদস্য সচিব সাজ্জাদ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তফা, রহমতপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক নজরুল কাজী, মাধপপাশা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ জাকির তালুকদার, সহ কৃষক দলের নেতা মনিরুজ্জামান লিটন, রুবেল, শাহিন আলম, আবুল কালাম আজাদ প্রমুখ।
পারভেজ হাওলাদার, বাবুগঞ্জ, বরিশাল
ON/RMN