অধ্যাপক সিরাজুল ইসলামের স্মরণে পালাখালে দোয়া ও মিলাদ মাহফিল

চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মরহুম অধ্যাপক সিরাজুল ইসলাম মিয়ার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বাদ জোহর নামাজের পর পালাখাল জামিয়া ইসলামিয়া হযরত ওমর ফারুক (রা:) মাদ্রাসা ও এতিমখানায় মরহুমের পরিবারের আয়োজনে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
ইউপি সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মো. শাহজালাল মিয়ার সভাপতিত্বে এবং মাদ্রাসার সাধারণ সম্পাদক মাহবুব আলমের পরিচালনায় মরহুমের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক ফজলুল হক, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুর রহিম পাটওয়ারী, পালাখাল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, ‘অধ্যাপক সিরাজুল ইসলাম ছিলেন একজন মহান ব্যক্তি। তিনি এলাকার মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান দিয়েছেন। সমাজের গরীব অসহায় মানুষের পাশে সবসময় ছিলেন। তার এমন মহান ব্যক্তিত্বের কারণে তাকে আজোও মানুষ স্মরণ করেন। তিনি আমাদের মাঝে যুগযুগ ধরে অমর হয়ে থাকবেন।’
এ সময় কলেজের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, সমাজসেবক জসিম উদ্দিন প্রধান, ছিদ্দিকুর রহমান, আব্দুল মোতালেব, ব্যবসায়ী মিন্টু পাটোয়ারী, ডা. জাহাঙ্গীর আলম, মাষ্টার মোশাররফ হোসেন, মরহুমের আত্মীয়-স্বজনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পালাখাল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আজিজুল হক ছালেহীন।
-মো: মাসুদ রানা,কচুয়া
ON/RMN