ডাসারে তিন প্রতিবন্ধী বোনের মানবেতর জীবনযাপন

মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব দর্শনা গ্রামের উম্মি বেগম (৬২), আকিতন (৫৫) ও নুননাহার (৩৯) জন্ম থেকেই স্বাভাবিক ছিলেন। তবে কয়েক বছর পর তারা এক অজানা রোগে আক্রান্ত হয়ে শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়েন। বর্তমানে তারা অসহায় জীবনযাপন করছেন।
প্রতিবন্ধী তিন বোনের একমাত্র ভরসা ছিল তাদের পিতা সুলতান হাওলাদার ও মাতা জাহেরা বেগম, যাদের মৃত্যুর পর তাদের জীবন আরও দুর্বিষহ হয়ে পড়ে। এলাকার মানুষ তাদের সাহায্য করলেও তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম, যার ফলে তাদের বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে পড়েছে।
আকিতন নেছা শারীরিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়েছেন যে, আগের মতো তিনি মানুষের কাছে সাহায্যের জন্য যেতে পারেন না। তিনি প্রতিবন্ধী ভাতা পেলেও, উম্মি বেগম এবং নুননাহার এই সুবিধা পাননি।
উম্মি বেগম বলেন, ‘আমাগো কিচ্ছুই নাই আমরা তিনডা বুইন এমুনই, আমাগো সাহায্য করেন।’ নুননাহার বলেন, ‘আমাগো কিছু নাই, কেউ কিছু দিলে খাই না দিলে না খাইয়া থাকি। আপনেরা আমাগো কিছু দিয়া যান।’
এলাকার প্রতিবেশী ইউনুস হাওলাদার জানান, ‘আমার ছোট কাল থেকে দেখতেছি এরা তিনটা প্রতিবন্ধী বোন অসহয়। মানুষের সাহায্য সহযোগীতায় তারা কোন রকম বেঁচে আছে।’ তিনি আরও বলেন, ‘তারা তিনটা বোনই যদি প্রতিবন্ধী ভাতা পেত তাহলে তাদেও বাঁচার একটা অবলম্বন হতো।’
উম্মি বেগমের ছোট চাচা মো. তৌয়ব হাওলাদার বলেন, ‘আমার বড় ভাই মৃত্যুও পর প্রতিবন্ধী তিনটি বোন অনেক অসহয় হয়ে পরেছে। মানুষের সাহায্য সহযোগীতায় তারা মানবেতর জীবনযাপন করছে।’ তিনি সমাজের বৃত্তবানদের কাছে সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানান।
ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম সিকদার জানান, ‘আমার ইউনিয়নের প্রতিবন্ধী এই পরিবারটিকে আমি নিয়মিত খোজ খবর নিচ্ছি। ওএমএস এর চাউলের একটা নাম দিয়েছি। সরকারী যত সহযোগীতা দেয়ার পাশাপাশি আমি ব্যাক্তিগত ভাবে তাদের পাশে থাকবো।’
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, ‘আমি দেখলাম প্রতিবন্ধী পরিবারটি আসলেই অসহায়। প্রশাসন অবশ্যই তাদের পাশে দাঁড়াবে। আমি শুনেছি তাদের একজন মাত্র প্রতিবন্ধী ভাতা পায়। বাকি দুজনকে অল্প সময়ের মধ্যে প্রতিবন্ধী ভাতার আওতায় আনা হবে।’ তিনি আরও বলেন, ‘সাময়িকভাবে পরিবারের জন্য যথা সম্ভব তাদের সহযোগিতা করা হবে। এছাড়াও তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হলে তারা যদি সেটা চালিয়ে নিতে পারে তাহলে আমরা সে ব্যবস্থা করবো।’
ইসমাইল খান হৃদয়, ডাসার, মাদারীপুর
ON/RMN