ইসকন নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট: কালকিনির মৎস্য কর্মকর্তার বদলী

মাদারীপুরের কালকিনি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার সম্প্রতি তার ফেসবুকে ইসকন সংক্রান্ত একটি বিতর্কিত পোস্ট দেন, যার পরিপ্রেক্ষিতে স্থানীয় আলেম সমাজসহ সাধারণ মানুষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। ১ ডিসেম্বর মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার বদলীর আদেশ জানানো হয়।
এদিকে, সন্দীপন মজুমদারের বদলীর খবরে কালকিনি উপজেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেছে স্থানীয়রা। তারা জানান, “আমাদের এলাকার বিতর্কিত কর্মকর্তার বদলী হওয়ায় আমরা খুশি।”
সন্দীপন মজুমদার ২০১৭ সালের ৩ ডিসেম্বর কালকিনিতে সিনিয়র মৎস্য কর্মকর্তা হিসেবে যোগদান করেন এবং ৭ বছর ধরে একই উপজেলায় দায়িত্ব পালন করে আসছিলেন। তবে তিনি বেশ কিছু সরকারি প্রকল্পের মধ্যে অনিয়ম করেছেন, যার ফলে সাধারণ মানুষের মাঝে তার কর্মকাণ্ড নিয়ে নানা প্রশ্ন উঠেছিল।
এছাড়া, তার বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় সম্প্রতি সংবাদ প্রকাশিত হলেও কোনো ব্যবস্থা গ্রহণ হয়নি। তবে ২৬ নভেম্বর ইসকন সম্পর্কিত বিতর্কিত পোস্ট দেওয়ার পর স্থানীয় প্রশাসন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে। ১ ডিসেম্বর তার বদলীর আদেশ আসে।
কালকিনির উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ জানিয়েছেন, “এ ঘটনার পর থেকে এলাকা শান্ত রয়েছে এবং মৎস্য কর্মকর্তার বদলী কার্যকর হয়েছে।”
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. হাদিউজ্জামান জানান, “মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সন্দীপনের বদলীর আদেশ দিয়েছেন।”
ইসমাইল খান হৃদয়, কালকিনি উপজেলা, মাদারীপুর
ON/RMN