আগরতলায় হামলা ও পতাকা অবমাননার প্রতিবাদে সুনামগঞ্জে প্রতিবাদ মিছিল

সুনামগঞ্জ জেলা শাখা যুব জমিয়ত বাংলাদেশ মঙ্গলবার ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপহাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। একই সাথে ইসকন নিষিদ্ধের দাবিও জানানো হয়।
বিকেল সাড়ে ৪টায় পৌর শহরের মাদানিয়া মাদ্রাসার সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জেলা যুব জমিয়তের সভাপতি হাফিজ ত্বাহা হোসাইনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জমিয়ত নেতা মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, যুব নেতা হাফিজ হেলাল আহমদ, যুবনেতা মাওলানা মঞ্জুর আহমদ, যুবনেতা মাওলানা আব্দুল্লাহ রাজী। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মুক্তাদির, যুবনেতা মাওলানা আসআদ আহমদ সুজানগরী, হাফিজ হেলাল আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, “ভারতের আগরতলাস্থ দূতাবাসে ভারতের উগ্ররা হামলা করে, আমাদের দূতাবাস ভাঙচুর করেছে এবং আমাদের পতাকার অবমাননা করেছে। যা বিশ্বের কূটনৈতিকভাবে এটা একটা দৃষ্টান্তমূলক অপরাধ করেছে। এজন্য আন্তর্জাতিকভাবে ভারতকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো নতজান পররাষ্ট্র সরকার আমরা চাই না।
জাকারিয়া আহমদ, সুনামগঞ্জ
ON/RMN