শেরপুরে প্রতিবন্ধী দিবসে র্যালি ও আলোচনা সভার আয়োজন

শেরপুরে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ৩ ডিসেম্বর, মঙ্গলবার এসব অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা কালেক্টরেট ভবনের সামনে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুল হাসান ও হাফিজা জেসমিন, জেলা সমাজ সেবা অফিসার মো. আমিনুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজ সেবা অফিসার মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। আলোচনাশেষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, ‘প্রতিবন্ধীরা আমাদের সমাজের বোঝা না ভেবে তাদেরকে সামাজিক মর্যাদা দিন। তাদেরকে কর্ম করার সুযোগ দিন। দেখবেন প্রতিবন্ধীরা সমাজের আরো দশজনের সফল হবেন। ইতিমধ্যে নানা ক্ষেত্রে তারা সফল হয়েছে।’
মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর
ON/RMN