আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো জ্যোতি, সুপ্তারা

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ। আজ সোমবার তৃতীয় ওয়ানডেতে আইরিশ নারীদের হারিয়ে ধবলধোলাইয়ের স্বাদ নিলো টাইগ্রেসরা।
প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে টানা তিন ম্যাচে ফিফটি করার রেকর্ড করেন ডানহাতি ব্যাটার ফারজানা হক পিংকি।
সিরিজের শেষ ওয়ানডেতে আইরিশ দিভারা হেরেছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে। ফারজানা ও শারমিন সুপ্তা দুজনেই তুলে নেন হাফসেঞ্চুরি।
স্কোরকার্ড :
আয়ারল্যান্ড নারী দল: ১৮৫/১০ ( গাবি লুইস ৫২, প্রিনডারগাস্ট ২৭; ফাহিমা ৩/৪৩, সুলতানা ২/২৯, নাহিদা ২/৫৫)
বাংলাদেশ নারী দল: ১৮৬/৩ ( শারমিন সুপ্তা ৭২, ফারজানা ৬১, জ্যোতি ১৮*: এমি মাগুইড়ে ২/৩৮)
ফলাফল: বাংলাদেশ নারী দল ৭ উইকেটে জয়ী।
সিরিজ: বাংলাদেশ ৩-০ আয়ারল্যান্ড
ON/RMN