স্ত্রীর লাখ টাকার গয়না কিনে কোটি টাকার লটারি জিতলেন স্বামী

সিঙ্গাপুর প্রবাসী এক ভারতীয় নাগরিক নিজের স্ত্রীর জন্য গয়না কিনে রাতারাতি কোটিপতি হয়েছেন। গত ২৪ নভেম্বর লটারির বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
লটারির বিজয়ী বালাসুব্রহ্মন্যম চিদাম্বরম পেশায় ইঞ্জিনিয়ার। তিন মাস আগে তিনি সিঙ্গাপুরের একটি জুয়েলারি দোকান থেকে স্ত্রীর জন্য সোনার চেইন কেনেন।
জুয়েলারি দোকান কর্তৃপক্ষ ক্রেতাদের মধ্যে লটারি আয়োজন করেছিলেন। লটারিতে অংশ নিতে গ্রাহকদের ২২ হাজার ২৫০ টাকার বেশি খরচ করতে হতো। চিতাম্বরম তার স্ত্রীর জন্য ৫ লাখ টাকার বেশি মূল্যের সোনার অলঙ্কার কিনেছিলেন।
এনডিটিভির খবর, ২৪ নভেম্বর লটারির বিজয়ী হিসেবে চিতাম্বরমের নাম ঘোষণা করে কর্তৃপক্ষ।
পুরস্কার হিসেবে তিনি পান ১ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটি টাকার সমান।
২১ বছর ধরে সিঙ্গাপুরে বসবাস করছেন চিদাম্বরম। লটারি জেতার পর তিনি জানান, বিশ্বাস করতে পারছেন না এত বড় অঙ্কের লটারি জিতেছেন। যেদিন লটারি জিতলেন, সেদিন কাকতালীয়ভাবে তার বাবার চতুর্থ মৃত্যুবার্ষিকী ছিল।
প্রাপ্ত অর্থের একটি অংশ সিঙ্গাপুরের উন্নতির জন্য দান করবেন বলে জানিয়েছেন তিনি। শুধু চিদাম্বরম নন, এই গয়নার দোকানের লটারি থেকে আরো বেশ কয়েকজন গ্রাহক নানা অঙ্কের পুরস্কার জিতেছেন।
সূত্র : কালের কন্ঠ
on/abr