ভারতগামী সন্দেহজনক ৬৩ জন বাংলাদেশি যাত্রীকে আটক করলো পুলিশ

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতগামী সন্দেহজনক ৬৩ জন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে আটকে দিয়েছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ৫৪ জন ও রবিবার সকালে ৯ জন যাত্রীকে সন্দেহজনক কথাবার্তা ও আচরণের জন্য আটকে দেয় পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞা।
মো. আহসানুল কাদের ভুঞা জানান,
ভারতে গমনে ইচ্ছুক এ সব যাত্রীদের আচরণ ও কথাবার্তা সন্দেহজনক হওয়ায় ফেরত পাঠানো হয়েছে। তবে এ পথে ভারতে যাতায়াতকারী যাত্রীর সংখ্যাও বেশ কমে গেছে। ভারতের ভিসা না পাওয়ায় এমনটা হচ্ছে বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, গত অক্টোবর মাসে ভারতে যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীর সংখ্যা ছিল ১ লাখ ৭৬ হাজার ৩৭১ জন এবং নভেম্বর মাসে তা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫২০ জনে। এক মাসে কমেছে প্রায় ১৮ হাজার ৮৫১ জন যাত্রী।
সূত্র : দৈনিক ইত্তেফাক
ON / MLY