বাবুগঞ্জে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রবি ২০২৪-২৫ মৌসুমে বাবুগঞ্জ উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু হয়েছে। এই কর্মসূচির মূল লক্ষ্য গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মুসুর, এবং খেসারি উৎপাদন বৃদ্ধি করা।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোহা. আব্দুর রউফ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না।
এসময় বাবুগঞ্জ উপজেলার বিএনপি, জামায়াতে ইসলামি এবং তাদের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাবুগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় ২৬৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
উল্লেখ্য, এই কর্মসূচি স্থানীয় কৃষকদের আধুনিক কৃষি উপকরণ ব্যবহারে উৎসাহিত করবে এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করবে।
-পারভেজ হাওলাদার, বাবুগঞ্জ
ON/MRF