রায়পুরায় স্বেচ্ছাশ্রমে কৃষ্ণচূড়ার গাছ রোপণ, সাধুবাদ জানাচ্ছেন এলাকাবাসী

নরসিংদীর রায়পুরায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমার রায়পুরা’-র উদ্যোগে স্বেচ্ছাশ্রমে প্রায় ১৬ কিলোমিটার সড়কের পাশে আটশতাধিক কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়েছে। গত তিন মাস ধরে চলা এই কর্মসূচির শেষদিন পালিত হয় শনিবার।
কর্মসূচিটি নরসিংদী-রায়পুরা রেললাইন ও মহাসড়কের পাশে বাদুয়ারচর থেকে রায়পুরার রেলগেট পর্যন্ত বিস্তৃত। প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশ রক্ষার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
সংগঠনের উপদেষ্টা এম আর মামুন বলেন,
‘আগামী প্রজন্মকে পরিবেশের বৈশ্বিক প্রতিকূলতা থেকে রক্ষা করতে এবং সৌন্দর্য বর্ধনে আমরা এ কর্মসূচি শুরু করেছি। এতে দেশ ও প্রবাসী স্বেচ্ছাসেবীরা আর্থিক সহায়তা করেছেন।’
কৃষ্ণচূড়ার চারা রোপণের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘এ গাছ ডালপালা ছড়িয়ে ছায়া দেয় এবং দীর্ঘদিন ফুল ফুটিয়ে পরিবেশকে মনোরম করে তোলে।’ সংগঠনের সদস্যরা গাছগুলোর পরিচর্যার দায়িত্ব নেবেন বলেও তিনি জানান।
সংগঠনের সদস্য নাহিদ ইসলাম বলেন, ‘আমরা গত পাঁচ বছর ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছি। পর্যায়ক্রমে আরও সড়কের পাশে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হবে।’ সদস্য রুবেল আহমেদ বলেন, ‘আমাদের কার্যক্রমে যারা সহায়তা করছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’
এ উদ্যোগে স্থানীয় বাসিন্দা মুকুল মীর ও চালক হুমায়ুন জানান, ‘সড়ক ও রেললাইনের পাশে গাছের অভাব রয়েছে। কৃষ্ণচূড়ার গাছ সৌন্দর্য বাড়াবে এবং পরিবেশের জন্য সহায়ক হবে। আমরা গাছগুলোর দেখভালে সহযোগিতা করব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, ‘বৃক্ষরোপণের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানাই। এটি পরিবেশ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
স্বেচ্ছাসেবী মুফতি সাঈদ আহমেদ বলেন, ‘ব্যবসা ও চাকরির পাশাপাশি আমরা স্বেচ্ছাশ্রমে সময় দেওয়ার চেষ্টা করি। এ কাজগুলো করে অনেক আনন্দ পাই।’
-হারুনূর রশিদ, রায়পুরা
ON/MRF