পরিবেশ সুরক্ষায় মঠবাড়িয়ায় তাল গাছ রোপণে স্থানীয়দের অংশগ্রহণ

মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ, ২৯ নভেম্বর ২০২৪, মিরুখালী রোডের দুই পাশে তিন কিলোমিটারজুড়ে তাল গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আবদুল কাইয়ুম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন।
তিনি বলেন,
‘পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগে সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি কমিশনার (ভূমি) মো. রাইসুল ইসলাম। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং বন বিভাগের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিকে আরও সফল ও প্রাণবন্ত করে তোলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পর্যায়ক্রমে মঠবাড়িয়ার অন্যান্য সড়কেও তাল গাছের চারা রোপণ করা হবে। এ উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা ছাড়াও ঝড়-বৃষ্টির সময় বজ্রপাত থেকে সুরক্ষায় ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, ‘এই কর্মসূচি শুধু পরিবেশ সুরক্ষার প্রতীক নয়; এটি মঠবাড়িয়ার ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও টেকসই পরিবেশ গড়ে তোলার প্রয়াস।’
-মো. মেহেদী হাসান, মঠবাড়িয়া
ON/MRF