সুনামগঞ্জে বিজিবির অভিযানে দুই চোরাকারবারি আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকা বাগানবাড়ি থেকে দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাগানবাড়ি বিওপির বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন, দোয়ারাবাজার উপজেলার ইদুকোনা গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম সোহাগ (২০) এবং বাগানবাড়ি গ্রামের মো. কুনু মিয়ার ছেলে শহিদ মিয়া (২২)।
বিজিবি জানিয়েছে, আটককৃতরা চোরাচালানের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। এসময় তাদের আটক করে স্থানীয় বাগানবাড়ি বিওপি টিম।
বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, ‘আটককৃত দুইজনকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।’
-জাকারিয়া আহমদ, সুনামগঞ্জ
ON/MRF