লালমনিরহাটের পাটগ্রামে বিজিবি’র উদ্যোগে মেডিকেল ক্যাম্প, ৩৯৫ জন পেলেন বিনামূল্যে চিকিৎসা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী জনগণের জন্য তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম এবং একটি জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে বিজিবি’র অভিজ্ঞ চিকিৎসক দল ৩৯৫ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এর মধ্যে ১৮৫ জন মহিলা, ৪৫ জন শিশু ও ১৬৫ জন পুরুষ রোগী ছিল।
মেডিকেল ক্যাম্পেইনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, পিএসসি। ক্যাম্প শেষে অধিনায়কের সভাপতিত্বে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় লেফটেন্যান্ট কর্নেল মুসাহিদ মাসুম বলেন,
‘বিজিবি হচ্ছে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান বন্ধে বিজিবি সক্রিয়ভাবে কাজ করছে এবং এ কাজে স্থানীয় জনগণের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘সীমান্ত হত্যা ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি নিয়মিত পতাকা বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ পরিচালনা করে। এছাড়া সীমান্তবর্তী এলাকায় মতবিনিময় সভার মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে যাতে নিরীহ জনগণ সীমান্ত হত্যার শিকার না হয়।’
অনুষ্ঠানে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
-সাব্বির হোসেন, লালমনিরহাট
ON/MRF