গান-নৃত্য আর প্রার্থনায় শেরপুরে গারো সম্প্রদায়ের দিনব্যাপী ওয়ানগালা উৎসব

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব ‘ওয়ানগালা’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ নভেম্বর) সকালে মরিয়মনগর উচ্চ বিদ্যালয় মাঠে এই উৎসব আয়োজন করা হয়। নতুন ফসল ঘরে তোলাকে কেন্দ্র করে গারো সম্প্রদায় তাদের দেবতা মিসি আর সালজং-এর উদ্দেশ্যে ফসল উৎসর্গ করেন।
জেলার বিভিন্ন এলাকা থেকে গারো সম্প্রদায়ের খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই উৎসবে অংশগ্রহণ করেন। উৎসবে তাদের নিজস্ব ভাষায় গান ও নৃত্য পরিবেশিত হয়। দিনব্যাপী চলা এই অনুষ্ঠানের শেষে র্যাফেল ড্র ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ধর্ম প্রদেশের বিশপ পলেন পল কুবি। তিনি দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন।
মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর নিয়ন্ত্রণে ঝিনাইগাতী, শ্রীবরদী, নালিতবাড়ী ও পাশ্ববর্তী জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গারো সম্প্রদায়ের প্রায় ৪৭টি গ্রাম রয়েছে। এসব গ্রামে প্রায় ৩০ হাজার খ্রিস্টান ধর্মাবলম্বী গারো সম্প্রদায়ের মানুষ বসবাস করে।
এই উৎসব প্রতি বছর শীতের শুরুতে আয়োজিত হয়, যা তাদের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।
- মোঃ শরিফ উদ্দিন, শেরপুর
ON/MDK