গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তায় ইউএনও’র উদ্যোগে সংস্কার সম্পন্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতের দীর্ঘদিনের জরাজীর্ণ রাস্তার সংস্কার কাজ সম্পন্ন হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সৈয়দা ইয়াসমিন সুলতানার সরাসরি উদ্যোগে।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে তার নির্দেশে পৌরসভার নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কারের কাজ শুরু করা হয়। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার পর্যন্ত এই কাজ চলবে এবং রাস্তা জনসাধারণের চলাচলের উপযোগী করা হবে। এর আগে, সকালে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে পৌর ভবনের সামনের অংশেরও সংস্কার কাজ সম্পন্ন হয়।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে মেয়রদের ক্ষমতাচ্যুত করা হলে সৈয়দা ইয়াসমিন সুলতানা গোবিন্দগঞ্জ পৌরসভায় প্রশাসকের দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি পৌরসভার সার্বিক উন্নয়নে উদ্যোগী হন।
তিনি বলেন, ‘পৌরসভার আওতাধীন গুরুত্বপূর্ণ সড়কগুলো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পৌর এলাকার সব রাস্তা সংস্কার করা হবে।’
পৌরবাসীর মতে, দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়ে তারা সন্তুষ্ট। প্রশাসক সৈয়দা ইয়াসমিন সুলতানার এই উদ্যোগ জনগণের কাছে প্রশংসিত হয়েছে।
- মো: জোবাইদুর রহমান (সাগর), গোবিন্দগঞ্জ
ON/MDK