আইপিএলের মেগা নিলাম আজ: বাংলাদেশ থেকে কতজন দল পাবেন?

সৌদি আরবের জেদ্দায় আর কয়েকঘণ্টা পরই শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম। বাংলাদেশ সময় রবিবার বিকাল ৪টায় শুরু হতে যাও্য়া এই নিলাম ঘিরে উত্তাপ এখন তুঙ্গে। এরই মধ্যে কোন তারকার দাম কত ওঠে, তা নিয়েও চলছে নানা জল্পনাকল্পনা। সেইসঙ্গে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে সাকিব-মোস্তাফিজসহ নিলামে ওঠা ক্রিকেটারদের দিকে।
আগামী আইপিএলের মেগা নিলামের চূড়ান্ত তালিকায় আছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। ২ কোটি রুপি ভিত্তি মূল্যের সর্বোচ্চ ক্যাটেগরিতে আছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। আরেক পেসার তাসকিন আহমেদ, দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের ভিত্তি মূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি। এছাড়া রিশাদ হোসেন, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিম হাসান, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানাদের ভিত্তিমূ্ল্য ৭৫ লাখ রুপি।
আইপিএলে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি খেলেছেন সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। দুজনের মাঝে সাকিব আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন। তাই তার দল পাওয়া নিয়ে কিছুটা শঙ্কা আছে। আর গত আসরে দারুণ বোলিং করা মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। তবে নিলামে তারা আবারও কিনতে পারে বাংলাদেশের ‘কাটার মাস্টার’কে। গত আসরে কলকাতা নাইট রাইডার্সে খেলেও নিজেকে প্রমাণ করতে পারেননি লিটন দাস। এখন তার ব্যাটেও রান নেই। তাই দল পাওয়া অনিশ্চিত।
বাংলাদেশ থেকে এবার দল পাওয়ার জোরালো সম্ভাবনা আছে তাসকিন আহমেদের। দেশের সেরা এই গতি তারকা এর আগে বিভিন্ন দল থেকে ডাক পেলেও বিসিবির ছাড়পত্র না পাওয়ায় খেলতে পারেননি। এবার তার সেই ঝামেলা নেই। এছাড়া নবীন স্পিডস্টার নাহিদ রানাকে নিয়ে বিশ্ব ক্রিকেটেই এখন আগ্রহ তৈরি হয়েছে। তবে সেটা আইপিএলে দল পাওয়ার জন্য যথেষ্ট কিনা- বলা মুশকিল। লেগ স্পিনার রিশাদের সম্ভাবনা দেখছেন অনেকে। তবে গত ভারত সফরে রিশাদ মোটেও ভালো করতে পারেননি। ৩ ম্যাচে উইকেট পেয়েছেন ৩টি, রান দিয়েছেন ওভারপ্রতি ১৪.১১ করে।
উল্লেখ্য, এবারের নিলামের জন্য নিবন্ধন করেছিলেন ১ হাজার ৫৮৪ ক্রিকেটার। তবে যাচাই-বাছাই শেষে ৫৭৪ জনের নাম চুড়ান্ত করেছে আইপিএল কর্তৃপক্ষ। ৩৬৬ জন ক্রিকেটার ভারতীয় ও ২০৮ জন বিদেশি। আইসিসির সহযোগী সদস্য দেশগুলো থেকেও ৩ জন ক্রিকেটার আছেন। নিলামে আছেন অভিষেক না হওয়া ৩১৮ জন ভারতীয়, অভিষেক না হওয়া ১২ জন বিদেশি ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিগুলো ২০৪ জন ক্রিকেটার কিনতে পারবে, যেখানে বিদেশিদের জন্য জায়গা আছে ৭০টি। সৌদি আরবের জেদ্দায় যে নিলাম অনুষ্ঠিত হবে ২৪ ও ২৫ নভেম্বর।
সূত্র: দেশ রুপান্তর
ON/MRF