তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত

Wednesday, June 7, 2023

তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধিত

spot_img
Homeখেলাধুলাগা বাঁচিয়ে খেলা আমার পক্ষে সম্ভব নয়: তাসকিন

গা বাঁচিয়ে খেলা আমার পক্ষে সম্ভব নয়: তাসকিন

- Advertisement -
Google search engine

ক্যারিয়ারজুড়েই তার চোটের সঙ্গে লড়াই। মাঠে ফিরে এসে আবার ছিটকে যাওয়ার যন্ত্রণায় তাকে পুড়তে হয়েছে কয়েকবার। গত মার্চেই যেমন ইনজুরিতে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল তাসকিন আহমেদকে। দিনকয়েক হলো ফিরেছেন অনুশীলনে। বোলিংও করছেন। তবে তার চোট নিয়ে আলোচনা চলছেই। তাসকিন নিজেও বিষয়টি জানেন। তবে সেজন্য গা বাঁচিয়ে খেলবেন, এটা এই পেসারের পক্ষে সম্ভব নয়।

ইনজুরির কারণে ২০১৯ সালের বিশ্বকাপ খেলতে পারেননি তাসকিন। সেদিনের সেই কান্নার দৃশ্য এখনও চোখে লেগে আছে বাংলাদেশের কোটি ক্রিকেটভক্তের। তবে তাসকিন বাস্তবতা মেনে নিয়েছেন। নিজেকে গড়েছেন নতুন রূপে। ভয়ঙ্কর হয়ে ফিরেছেন আবার ২২ গজে।

আজ (মঙ্গলবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তাসকিন। সেখানেই তিনি বলেছেন, ‘চোটের কারণে দলের বাইরে থাকার স্বাদটা কখনোই আনন্দদায়ক নয়। ক্রিকেটার হিসেবে খারাপ লাগে। ২০১৯ বিশ্বকাপে যখন বাদ পড়েছিলাম, ওই মুহূর্তটা খুব দুঃখজনক ছিল আমার জন্য। তবে এখন বুঝতে পারি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।’

সঙ্গে যোগ করেছেন, ‘তারপর নিজের ওয়ার্ক-এথিকস, প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন এসেছে। ক্রিকেটার হিসেবে যা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন আল্লাহর রহমতে অনেক ভালো প্রক্রিয়ার মধ্যে আছি। একটা আত্মবিশ্বাস থাকে যে আমি নিজের শতভাগ দিচ্ছি এ ক্ষেত্রে। তাই ভালো কিছু হবে আশা করছি।’

চোট তার ক্যারিয়ারের সঙ্গী। এখান থেকে অনেক কিছু শিখেছেন। তাই বলে গা বাঁচিয়ে খেলবেন, এমন মানসিকতার খেলোয়াড় নন তাসকিন, ‘আরেকটা জিনিস যেটা, গা বাঁচিয়ে খেলা আমার পক্ষে সম্ভব নয়। বল হাতে নিয়ে খেলতে নামলে এটা মাথায় থাকেই না যে কীভাবে নিরাপদে খেলা যায়। আর আমি তো ফাস্ট বোলার। লাল-সবুজের হয়ে খেলাটা অনেক গর্বের একটা ব্যাপার।’

তারপর বললেন, ‘যখন খেলতে নামি, মাথায় এটা থাকে না যে সামনে বড় ইভেন্ট আছে না কী আছে। আল্লাহ যাতে সুস্থ রাখেন, এটাই সব সময় দোয়া করি।’

বোলিংয়ে ফিরে চারটি সেশন করেছেন তাসকিন। ধীরে ধীরে ওয়ার্কলোড বাড়াচ্ছেন। বাংলাদেশ দলের সামনের মিশন আফগানিস্তান। ঘরের মাঠের এই সিরিজ দিয়েই জাতীয় দলে ফেরার আশা তাসকিনের, ‘আল্লাহ যদি চায়। এখন দেখি কী হয়।’

- Advertisement -
Google search engine
আরো খবর
- Advertisment -spot_img

সর্বশেষ সংবাদ

৬ দফা দাবি থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে: রাষ্ট্রপতি

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৬ দফা দাবি থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার (৭ জুন) ঐতিহাসিক...

হজ কবুল হয় যেসব আমলে

অর্থ ও শারীরিক পরিশ্রমের সমন্বয়ে একটি শ্রেষ্ঠতম ইবাদতের নাম হজ। একজন মুসলমানের সারা জীবনের চাওয়া-পাওয়া আর স্বপ্নের অন্যতম অধ্যায় এই হজ। কেননা হজ একটি...

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বুধবার (৭ জুন) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২-এ তিনি...
- Advertisment -spot_img

জনপ্রিয় খবর