তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত

Wednesday, June 7, 2023

তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধিত

spot_img
Homeসারাদেশথমথমে রাজশাহী, বিএনপির কার্যালয় ঘিরে রেখেছে সোয়াত টিম

থমথমে রাজশাহী, বিএনপির কার্যালয় ঘিরে রেখেছে সোয়াত টিম

- Advertisement -
Google search engine

রাজশাহীতে মঙ্গলবার (২৩ মে) পুলিশের বাধায় বিএনপির পদযাত্রা কর্মসূচি পণ্ড হয়ে যায়। এদিকে সকাল থেকে দলটির রাজশাহী কার্যালয় ঘিরে রাখছে পুলিশ। এছাড়া কার্যালয়ের সামনে পুলিশের বিশেষ টিম সিআরটি সদস্যদের মোতায়েন করা হয়। 

রাজশাহী জেলা ও মহানগর বিএনপির কার্যালয়টি মহানগরীর মালোপাড়া এলাকায় অবস্থিত। মঙ্গলবার (২৩ মে) সকাল থেকে কার্যালয়ের ফটকে পুলিশ তালা ঝুলিয়ে দিয়েছে। এছাড়া মহানগরীর সাহেব বাজার, মণিচত্ত্বর, সোনাদীঘির মোড় ও মালোপাড়া এলাকার সংশ্লিষ্ট সড়কে রিকশা চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। এনিয়ে উল্লিখিত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 

তবে পুলিশ দাবি করেছে, বিএনপি কার্যালয়ে তারা তালা ঝোলায়নি। দলটির কর্মসূচি ঘিরে মহানগরীতে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই জন্য নিরাপত্তাবলয় তৈরি করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে মহানগরীর ভুবনমোহন পার্কে বিএনপির পদযাত্রা কর্মসূচি শুরুর কথা থাকলেও নির্ধারিত জায়গায় দুপুর ১টা পর্যন্ত দলটির কোনো নেতাকর্মীকে দেখা যাননি। তাঁরা বলছেন, অন্য কোথাও তাঁরা এই কর্মসূচি পালন করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে এই পদযাত্রার উদ্যোগ নেয় রাজশাহী জেলা ও মহানগর বিএনপি। কর্মসূচিটি ভুবনমোহন পার্ক থেকে শুরু করে মহানগরীর সোনাদীঘির মোড় ও সাহেব বাজার হয়ে রেল গেটে গিয়ে শেষ করার কথা ছিল। কিন্তু বেলা ১১টা বাজার আগেই পুলিশ মহানগরীর আলুপট্টি এলাকার স্বচ্ছ টাওয়ারের মোড় থেকে সোনাদীঘির মোড় পর্যন্ত এলাকায় রিকশা চলাচল বন্ধ করে দেয় এবং বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের বিশেষ শাখা সিআরটি সদস্যদের মোতায়েন করা হয়। ফলে মহানগরীতে মানুষের স্বাভাবিক চলাফেরা ব্যাহত হয়।

মহানগরীর মালোপাড়া এলাকায় অবস্থিত কাবিল ম্যানশনের বিএনপির দলীয় কার্যালয়ে একজন পিয়ন ছাড়া আর কেউ নেই। বিএনপি কার্যালয়ের পিয়ন কেবল দাস বলেন, বেলা ১১টার দিকে পুলিশ কার্যালয়ের ফটকে তালা দিয়ে গেছে।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, বিএনপির কর্মসূচি ঘিরে মহানগরীতে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য তাঁরা একটি নিরাপত্তাবলয় তৈরি করেছেন। তাছাড়া আর কিছুই না। দলটির কার্যালয়ে তালা লাগানোর বিষয়ে তিনি বলেন, বিএনপি নিজেরাই হয়তো তালা লাগিয়েছে। পুলিশ তাদের কার্যালয়ে তালা লাগায়নি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু জানান, তাদের নির্ধারিত ভেন্যু পুলিশ সকাল থেকে ঘিরে রেখেছে। সে জন্য সেখানে তারা কর্মসূচি পালন করতে যাননি। তারা অন্য জায়গায় কর্মসূচি পালনের চেষ্টা করছেন। 

তিনি আরও জানান, ওখানেই কর্মসূচি পালন করতে হবে, এমন নয়। মহানগরীর ছয়টি থানার যেকোনো জায়গাতেই তারা কর্মসূচি পালনের চেষ্টা করবেন। তারপরও পুলিশ বাধা দিলে তখন দেখা যাবে। 

- Advertisement -
Google search engine
আরো খবর
- Advertisment -spot_img

সর্বশেষ সংবাদ

৬ দফা দাবি থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে: রাষ্ট্রপতি

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৬ দফা দাবি থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার (৭ জুন) ঐতিহাসিক...

হজ কবুল হয় যেসব আমলে

অর্থ ও শারীরিক পরিশ্রমের সমন্বয়ে একটি শ্রেষ্ঠতম ইবাদতের নাম হজ। একজন মুসলমানের সারা জীবনের চাওয়া-পাওয়া আর স্বপ্নের অন্যতম অধ্যায় এই হজ। কেননা হজ একটি...

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বুধবার (৭ জুন) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২-এ তিনি...
- Advertisment -spot_img

জনপ্রিয় খবর