তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত

Wednesday, June 7, 2023

তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধিত

spot_img
Homeখেলাধুলাখেলা সম্প্রচারে চ্যানেল খুলছে বিসিবি

খেলা সম্প্রচারে চ্যানেল খুলছে বিসিবি

- Advertisement -
Google search engine

দেশের বাইরে বাংলাদেশ ক্রিকেট দলের সিরিজ চলাকালে টিভি স্বত্ব কেনা নিয়ে ঝামেলা দেখা দেয়। চলমান আয়ারল্যান্ড সিরিজ তার জ্বলন্ত উদাহরণ। এই সিরিজ শুরুর আগের দিন পর্যন্ত বাংলাদেশ থেকে খেলা দেখা নিয়ে ছিল শঙ্কা। পরবর্তীতে আইসিসির ওয়েবসাইটে সরাসরি ম্যাচ সম্প্রচারের উদ্যোগে সেই সমস্যা আপাতত মিটে যায়। তবে দেশের বাইরের সিরিজ সম্প্রচার নিয়ে এবার একটা দফারফা করতে যাচ্ছে ক্রিকেট বোর্ড (বিসিবি)। যা নিয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমে কথা বলেছেন।

গতকাল (১২ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দারুণ জয় পেয়েছে টাইগাররা। নাজমুল হোসেন শান্ত’র অভিষেক সেঞ্চুরি, তাওহীদ হৃদয়ের ফিফটি ও শেষদিকে মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশ ৩২০ রানের বড় লক্ষ্য ৭ উইকেটে পেরিয়ে যায়। তার আগে নিজস্ব চ্যানেল খোলা নিয়ে কথা বলেন বিসিবি প্রধান।

পাপন বলছিলেন, ‘একবার-দুবার হয়েছে (ম্যাচ সম্প্রচার নিয়ে টিভি চ্যানেলের অনাগ্রহ), আমরা তো আর তৃতীয়বার অপেক্ষা করতে পারব না। আমরা যে চাই তা না। ওরা যদি আগ্রহ না দেখায়, কোনো উপায় না থাকলে বিসিবি থেকেই চ্যানেল চালু করব। যেখানে আমাদের যত খেলা থাকবে, সবগুলোই খেলা দেখানো হবে। আন্তর্জাতিক ম্যাচ থেকে ঘরোয়া লিগ–সব।’

এরপর দেশের বাইরের সিরিজের সম্প্রচার বিষয়ে পুরনো কথা স্মরণ করিয়ে দেন পাপন, ‘সম্প্রচারের বিষয়টা পুরোপুরি নির্ভর করে হোস্ট (আয়োজক) বোর্ডের ওপর। আমরাও চাই বাংলাদেশের সমর্থকরা খেলা দেখুক। তারাই এটার চূড়ান্ত করে। আমাদের তেমন কিছু করার থাকে না। টিভি স্বত্ব তো কিনতে হবে বাংলাদেশের কোনো চ্যানেলকে। যদি তারা না কেনে এবং ওরা যদি ফ্রি না দেখাতে দেয়, তাহলে তো কিছু করার থাকে না।’

বিসিবির পক্ষ থেকে চ্যানেল খোলার ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা কথা উল্লেখ করে পাপন আরও বলেন, ‘আমরা আলোচনায় বসেছিলাম। আমাদের হাতে দুটো অপশন আছে। ইউটিউবে খেলা দেখানো কিংবা টিভি চ্যানেল খোলা। আমরা যদি এখন আবেদন করি, সবাই বলবে আমরা খেলা দেখাব। অথচ চলমান সিরিজেও তাদের কেউ আগ্রহ দেখায়নি।’

- Advertisement -
Google search engine
আরো খবর
- Advertisment -spot_img

সর্বশেষ সংবাদ

৬ দফা দাবি থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে: রাষ্ট্রপতি

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৬ দফা দাবি থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার (৭ জুন) ঐতিহাসিক...

হজ কবুল হয় যেসব আমলে

অর্থ ও শারীরিক পরিশ্রমের সমন্বয়ে একটি শ্রেষ্ঠতম ইবাদতের নাম হজ। একজন মুসলমানের সারা জীবনের চাওয়া-পাওয়া আর স্বপ্নের অন্যতম অধ্যায় এই হজ। কেননা হজ একটি...

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বুধবার (৭ জুন) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২-এ তিনি...
- Advertisment -spot_img

জনপ্রিয় খবর