বাবুগঞ্জে অতিরিক্ত পানি উত্তোলনে পানির স্তর হ্রাস, স্থানীয়দের মানববন্ধন

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের পাংশা গ্রামে ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে আশঙ্কাজনক হারে পানির স্তর হ্রাস পাওয়ায় আজ সাত মাইল বাজারে, ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেছেন।
স্থানীয়রা জানান, অমৃত কনজুমার ফুড প্রোডাক্টস লিমিটেড নামক প্রতিষ্ঠানটি বোতলজাত পানি উৎপাদনের জন্য ভূগর্ভস্থ পানি অতিমাত্রায় উত্তোলন করছে। এতে কৃষিকাজ, দৈনন্দিন জীবনযাত্রা ও এলাকার পরিবেশ বিপর্যয়ের মুখে পড়ছে। মানববন্ধনে বক্তারা বলেন, ‘বোতলজাত পানি উৎপাদনের জন্য অতিমাত্রায় পানি উত্তোলনের ফলে কৃষিকাজ, দৈনন্দিন জীবনযাত্রা ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ তারা অবিলম্বে পানি উত্তোলন বন্ধ ও পানির স্তর পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
বাসিন্দারা আরও জানান, বর্ষাকাল ছাড়া বাকি সময় খাল-বিল ও পুকুরে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। ফলে কৃষিকাজে জলঘাটতি দেখা দিচ্ছে এবং নলকূপের উপর নির্ভরতা বাড়ছে। এতে ভবিষ্যতে আরও গভীর পানিসংকটের আশঙ্কা তৈরি হয়েছে।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা তাদের দাবির পক্ষে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
–পাভেজ হাওলাদার, বাবুগঞ্জ
–ON/SMA