সোনারগাঁয়ে ব্যবসায়ীর উপর হামলা, দুই লাখ টাকা লুট

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার নূরা ব্যাপারী মার্কেটের সামনে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ‘শিকদার টেলিকম’-এ হামলার ঘটনা ঘটে। দোকানমালিক মো. মিজান শিকদার (চিলারবাগ, সোনারগাঁ) এই হামলায় মারাত্মকভাবে আহত হন এবং তাঁর দোকান থেকে নগদ প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, পাশের কাপড়ের দোকানদার শাহিন মিয়া ও তাঁর সহযোগীদের সঙ্গে “ফাটা দশ টাকার নোট” নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পূর্বপরিকল্পিতভাবে মিজানকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর শুরু করা হয়। ওই সময় শাহিনের সঙ্গে থাকা কয়েকজন মিজানের ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
মিজানের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাঁকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে যান।
ঘটনার পর বিকেলে মিজান শিকদার সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন বলেন, ‘অভিযোগ পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সম্প্রতি চাঁদাবাজি ও ছিনতাই বেড়ে যাওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও এলাকা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
–মোহাম্মদ আলমগীর হোসেন, সোনারগাঁ
–ON/SMA