ঝিনাইগাতীতে কূপ খননে দুইজনের মৃত্যু: নিহত পরিবারের পাশে সাবেক এমপি রুবেল

ঝিনাইগাতী উপজেলার শালচূড়া ও রাংটিয়া গ্রামে কূপ খনন করতে গিয়ে অক্সিজেনের অভাবে নিহত দুই ব্যক্তি নিরঞ্জন কোচ ও নারায়ণ কোচের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। ১৯ এপ্রিল শনিবার বিকেলে তিনি নিহতদের বাড়িতে গিয়ে প্রত্যেক পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
ওই সময় তিনি দুই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের প্রতি সমবেদনা জানান এবং পরবর্তী সময়ে তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
মাহমুদুল হক রুবেল বলেন, ‘যা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক। আপনাদের যে ক্ষতি হয়েছে, আমরা তা কেউ পোষাতে পারব না। তবে আপনাদের প্রয়োজনে সাধ্যমত আমরা সবাই পাশে আছি, পাশে থাকব ইনশাআল্লাহ।’
এই সহানুভূতিমূলক কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, নলকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. রোকুনুজ্জামান, যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১৩ এপ্রিল রবিবার বিকেল ৫টার দিকে নলকুড়া ইউনিয়নের শালচূড়া ভুঁইয়া বাড়িতে কূপ খনন করতে গিয়ে অক্সিজেনের অভাবে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় উপজেলার শালচূড়া গ্রামের নীলমোহন কোচের ছেলে নিরঞ্জন কোচ (৩৫) ও রাংটিয়া গ্রামের নিপুরাম কোচের ছেলে নারায়ণ কোচের (৪৫)।
–মোঃ শরিফ উদ্দিন, শেরপুর
–ON/SMA