বাবুগঞ্জে অবৈধ আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ বাজারে একটি বরফকলে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, উক্ত বরফকলে অবৈধভাবে আইসক্রিম উৎপাদন করা হচ্ছে এবং উৎপাদনের সময় মানবদেহের জন্য ক্ষতিকর স্যাকারিন, অননুমোদিত রঙ ও কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে।
এছাড়াও, আইসক্রিম পণ্যে ভুয়া লেবেল ও প্যাকেট ব্যবহার করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল।
অপরাধ প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্ট আইন, ২০০৯ (সংশোধিত ২০২৩) অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং তাকে ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে উৎপাদিত আনুমানিক ১৩,০০০ পিস অবৈধ আইসক্রিম ধ্বংস করা হয়।
এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাবা কামরুন্নাহার তামান্না। অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর, বাবুগঞ্জ জনাব শেখ মোহাম্মদ জাকির হোসাইন এবং বাবুগঞ্জ থানার একটি পুলিশ টিম সার্বিক সহায়তা প্রদান করেন।
বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ‘জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
–পাভেজ হাওলাদার, বাবুগঞ্জ
–ON/SMA