নড়িয়ায় এক দিনে ৪১টি মামলা, মোবাইল কোর্টে দন্ডিত অবৈধ যানবাহন

নড়িয়া উপজেলায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪১টি মামলা দেওয়া হয়েছে এবং মোট ৪৫,৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (তারিখ উল্লেখ না থাকায় সংযোজন সম্ভব হয়নি) এ অভিযান পরিচালনা করেন নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাকি দাস।
মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে উপজেলায় চলাচলরত অবৈধ যানবাহনের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে মোট ৪১টি মামলা দিয়ে ৪৫,৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
–মোঃ জামাল হোসেন, নড়িয়া
–ON/SMA