তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

–তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনে মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সন্মানান ক্রেস্ট তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।
চাঁদপুরের কচুয়া উপজেলার তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যেও বৃত্তি প্রদান করা হয়।
তোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে একে একে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনের সভাপতি মোতালেব হোসেন মোল্লা এবং সঞ্চালনায় ছিলেন মুফতি মাসুম বিল্লাহ মাদানী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মো. হাবিবুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা ওমর ফারুক, সমাজসেবক আনোয়ার হোসেন প্রধান, নুরুল ইসলাম মিন্টু, কবির হোসেন মাস্টার, শিক্ষক নজরুল ইসলাম, সাংবাদিক জিসান আহমেদ নান্নু ও জাহাঙ্গীর সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য লিটন প্রধান, জাহাঙ্গীর প্রধান, মহসিন হোসেন প্রধান, আব্দুর রহমানসহ শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান শিক্ষক মাওলানা মো. ওমর ফারুক বলেন, ‘তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতন প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সঙ্গে ভালো ফলাফল অর্জন করে আসছে। বিশেষ করে উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন ও বিভিন্ন ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা কৃতিত্ব অর্জন করছে।’ তিনি আরও বলেন, ‘বর্তমানে বিদ্যালয়ে ২৯২ জন শিক্ষার্থী এবং ১৩ জন দক্ষ শিক্ষক নিয়মিত পাঠদান করছেন। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।’
–মো: মাসুদ মিয়া, কচুয়া
–ON/SMA