চামটা ইউনিয়নে মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, যুবকরা আজ হয়েছে এক, মাদক হবে নিরুদ্দেশ’—এই স্লোগানকে সামনে রেখে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫টায় চামটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আল-আমিন জামে মসজিদের মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল কাদের, নড়িয়া থানার উপ-পরিদর্শক ও চামটা ৮ নম্বর ওয়ার্ডের বিট পুলিশ মোঃ আল আমিন।
এছাড়া উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির কাজি আবুল বাশার, চামটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ বাবুল দেওয়ান এবং নড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক এসএম কাওসার মাহমুদসহ স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ।
কর্মসূচিতে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অংশগ্রহণকারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
বক্তব্য রাখেন ওসি আসলাম উদ্দিন মোল্লা, কাজি আবুল বাশারসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। তারা সবাই মাদক নির্মূলে সামাজিক সচেতনতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং মাদকবিরোধী আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
–মোঃ জামাল হোসেন, শরীয়তপুর
–ON/SMA