ছয় মাসের সাজা এড়াতে ১০ বছর পলাতক, অবশেষে গ্রেফতার

ছয় মাসের সাজা এড়াতে দীর্ঘ ১০ বছর আত্মগোপনে থাকার পর মাদক মামলায় সাজাপ্রাপ্ত সোহেল হাওলাদার (৩৫) অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে ঝালকাঠির নলছিটি পৌরসভার বিজয় উল্লাস চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (১২ এপ্রিল) আদালতের মাধ্যমে তাকে ঝালকাঠি জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার সোহেল হাওলাদার নলছিটি পৌরসভার মল্লিকপুর এলাকার মৃত হারুন হাওলাদারের ছেলে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, ২০১৪ সালে বরিশাল সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালত সোহেল হাওলাদারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা অর্থদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান এবং দীর্ঘ এক দশক পলাতক ছিলেন।
ওসি আরও জানান, ‘সম্প্রতি সোহেলের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে নলছিটি বিজয় উল্লাস চত্বর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।’
–মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি
–ON/SMA