ঝালকাঠির কাঁঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়ে হাজারো মানুষের ঢল

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কচুয়ায় পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ জানিয়ে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খন্দকার বাড়ির মাঠে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এ আয়োজন হয়।
ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় মোট ১৫টি ঘোড়া। প্রতিযোগিতা দেখতে কাঁঠালিয়া, রাজাপুর, বেতাগী, বরগুনা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী-পুরুষ ও শিশু মাঠে জড়ো হন। এ সময় মাঠের চারপাশে স্থানীয়রা মেলার আয়োজন করেন, যা গ্রামীণ উৎসবের আবহ তৈরি করে।
প্রতিযোগিতায় দোগনার মোঃ এনায়েত হোসেনের ঘোড়া প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় হন আওরাবুনিয়ার মোঃ মহসিন এবং তৃতীয় স্থান লাভ করেন দোগনার মিরাজ সিকদার।
পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তরুণ সমাজসেবক ও রুবেল যুব ও ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আতিকুর রহমান রুবেল।
–মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি
–ON/SMA