মাদারীপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে ছেলেকে লুকিয়ে রেখে মিথ্যা অপহরণ মামলা

মাদারীপুর সদর মডেল থানা পুলিশ চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে এক ‘ভিকটিম’কে উদ্ধার করেছে, যিনি প্রকৃতপক্ষে অপহৃত ছিলেন না বরং নিজের পরিবার তাকে লুকিয়ে রেখেছিল প্রতিপক্ষকে ফাঁসাতে।
এ ঘটনা ঘটেছে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের পশ্চিম শ্রীনাথদী এলাকায়।
এলাকাবাসী, ভুক্তভোগী এবং পুলিশ সূত্রে জানা যায়, মোঃ ইলিয়াস মোল্লার পুকুরে বিষ প্রয়োগে মাছ মেরে ফেলা হয়। এই ঘটনার পর তিনি থানায় একটি মামলা দায়ের করেন। এরই জের ধরে ইলিয়াস মোল্লা ও তার গোষ্ঠীকে ফাঁসানোর উদ্দেশ্যে ইলিয়াস মোল্লার প্রতিপক্ষ আলাউদ্দিনকে লুকিয়ে রেখে তার মা রেনু বেগম মাদারীপুর সদর মডেল থানায় ১৭ জনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে আলাউদ্দিনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এলাকাবাসী এবং ভুক্তভোগীরা অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও শিল্পপতি সাগর মিয়া ঢাকায় বসেই এই মামলার পরিকল্পনা ও ইন্ধন দিয়েছেন। তারা দাবি করেন, ‘আমরা এলাকাবাসী সাগর মিয়া, আলাউদ্দিনসহ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ বিষয়ে অভিযুক্ত সাগর মিয়া বলেন, ‘আমি বিষয়টি মীমাংসার জন্য চেষ্টা করেছি, তবে মামলার বিষয়ে কিছু জানি না।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়ে আমরা তথ্যপ্রযুক্তির ব্যবহার করে চট্টগ্রামের পতেঙ্গা থেকে ভিকটিমকে উদ্ধার করেছি।’ তিনি আরও বলেন, ‘এ মামলাটি মূলত প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য করা হয়েছে। মামলাটির তদন্ত কাজ অব্যাহত রয়েছে। দোষীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।’
–ইসমাইল খান হৃদয়, মাদারীপুর
–ON/SMA