রহমতপুর কৃষি ইনস্টিটিউটে শিক্ষার্থীদের আন্দোলন, মহাসড়ক অবরোধে দুর্ভোগ

৮ দফা দাবির বাস্তবায়নের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রায় ৫৮০ জন শিক্ষার্থী ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
বুধবার (৯ মার্চ) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা রহমতপুর ব্রিজ এলাকায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন। এতে দুই পাশেই প্রায় দুই শতাধিক যাত্রীবাহী যানবাহন আটকে পড়ে এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
এর আগে গত পাঁচ দিন ধরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ক্লাস ও পরীক্ষা বর্জন করে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। তবে দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ না নেওয়ায় শিক্ষার্থীরা আন্দোলন আরও বেগবান করে মহাসড়কে অবস্থান নেন।
বিক্ষোভে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মো. কাউসার মাহমুদ, মোহাম্মদ ফারহান শাকিল, মো. মইন বিন মোয়াজ্জেম, মো. তামিম ইকবাল এবং মো. শাহাদাত হোসেন।
শিক্ষার্থীদের ৮ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো:
-
ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ প্রদান।
-
উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট প্রকাশ ও প্রজ্ঞাপন জারি।
-
কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সংকট নিরসন।
-
সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষণ।
এই বিষয়ে ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইদুর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা তাদের ৮ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে, বিষয়টি আমরা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করেছি। এটি একটি উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বিষয়।’
শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
–পাভেজ, বরিশাল
–ON/SMA