মঠবাড়িয়ায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নারী নিহত, দুইজন আশঙ্কাজনক

পিরোজপুরের মঠবাড়িয়ার মাঝেরপুলে মধ্যরাতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মাকসুদা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, হরিণপালা থেকে মাকসুদা আক্তার ও তার স্বজনরা মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক রোগীকে দেখতে যান। রোগী দেখে ফেরার পথে মাঝেরপুল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
ইজিবাইকটিতে মাকসুদা আক্তার, তার দুই বছর বয়সী মেয়ে, বাবা, মা, বোন এবং চালকসহ মোট সাতজন যাত্রী ছিলেন। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মাকসুদা আক্তার মারা যান।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় মোট পাঁচজন আহত অবস্থায় হাসপাতালে আসেন। তাদের মধ্যে মাকসুদা আক্তারকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার শিশুকন্যা মাথায় আঘাত পেয়েছে, তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া জয়নাল আবেদীন ও মানিক শরীফ নামের দুজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।’
ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ ট্রাকটি আটক করে।
স্থানীয়দের অভিযোগ, সড়কে নিয়ম না মেনে চলাচল এবং ট্রাকচালকদের বেপরোয়া গতিই এমন দুর্ঘটনার প্রধান কারণ।
–মো. মেহেদী হাসান, পিরোজপুর
–ON/SMA