তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত

Friday, March 31, 2023

তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধিত

spot_img
Homeখেলাধুলাবাংলাদেশের রেকর্ড জয়

বাংলাদেশের রেকর্ড জয়

- Advertisement -
Google search engine

নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রান তুলে রেকর্ড গড়েছিলো বাংলাদেশ। ৩৩৯ রানের পাহাড়সম সেই লক্ষ্য যে আয়ারল্যান্ড পেরোতে পারবে না সেটিও যেন অনুমিতই ছিলো। পারেনি আইরিশরা, ১৫৫ রানে অলআউট হয়ে ১৮৩ রানে হেরেছে বাংলাদেশের কাছে। নিজেদের সংগ্রহটা যেমন ছিলো সর্বোচ্চ তেমনি জয়টাও এল ওয়ানডে ইতিহাসে নিজেদের সর্বোচ্চ ব্যবধানে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে সাকিব আল হাসান আর তৌহিদ হৃদয়ের জোড়া হাফ সেঞ্চুরিতে ৩৩৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। ৩৩৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালো করলেও ১৫৫ টাইগার বোলারদের তোপের মুখে ১৫৫ রানের বেশি করতে পারেনি আইরিশরা। ১৮৩ রানের রেকর্ড জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে সিরিজ শুরু করলো তামিম ইকবালের দল।

৩৩৯ রানের লক্ষ্যে শুরুটা দুর্দান্ত ছিল সফরকারীদের। প্রথম ১০ ওভারে কোন উইকেট হারানো ছাড়াই পার করে দেয় দুই আইরিশ ওপেনার। ১২তম ওভারে এসে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন সাকিব আল হাসান। ৬০ রানে প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড।

প্রথম উইকেট হারানোর পরই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে আইরিশদের ব্যাটিং লাইনআপ। পরের ওভারেই এবাদতের বলে দুর্দনাত ক্যাচ নিয়ে আইরিশ ওপেনার পল স্টার্লিংকে ফেরান মুশফিক। এবাদতের পরের ওভারে আবারও মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হ্যারি টেক্টর। ৬৮ রানেই ৩ উইকেট হারায় আয়ারল্যান্ড।

সাকিব-এবাদতের পর আইরিশ শিবিরের মিডল-অর্ডার ভেঙে দেন তাসকিন আহমেদ। ১৬তম ওভারে বোলিংয়ে এসেই অ্যান্ড্রু ব্যালবার্নিকে বোল্ড করে সাজঘরে পাঠান তাসকিন। নিজের পরের ওভারে আবারও ঢাকা এক্সপ্রেসের চমক। তাসকিনের বাউন্সারে স্লিপে ইয়াসিরের হাতে ধরা পড়েন লরকান টাকার।

ষষ্ঠ উইকেট জুটিতে কার্টিস ক্যাম্ফার আর জর্জ ডকরেল প্রতিরোধ গড়লেও এগোতে পারেননি বেশিদূর। দুজনের ৩৩ রানের জুটি ভাঙেন নাসুম আহমেদ। ১০৯ রানে ৬ উইকেট হারায় আয়ারল্যান্ড। নিজের পরের ওভারে এসে পরপর দুই বলে জোড়া আঘাত হানেন নাসুম। ফেরান গ্যারেথ ডিলানি আর অ্যান্ডি ম্যাকব্রাইনকে।

আইরিশদের হয়ে একাই লড়াই চালাচ্ছিলেন জর্জ ডকরেল। তবে ৪৭ বলে ৪৫ রান করা ডকরেলকে ফেরিয়ে আইরিশদের ১৫৫ রানেই অলআউট করে এবাদত। আর তাতেই নিশ্চিত হয় টাইগারদের সবচেয়ে বড় ব্যবধানের ওয়ানডে জয়।

টাইগারদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন এবাদত হোসেন, আর নাসুম আহমেদ নিয়েছেন ৩টি উইকেট।

- Advertisement -
Google search engine
আরো খবর
- Advertisment -spot_img

সর্বশেষ সংবাদ

চালু হলো মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও রুটের সব স্টেশন

রাজধানীর শেওড়াপাড়া ও উত্তরা দক্ষিণ স্টেশন চালু করে মেট্রোরেলের প্রথম পর্বের ৯টি স্টেশনই চালু হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) সকাল ৮টায় উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া...

৫১ হাসপাতালে ‘বৈকালিক স্বাস্থ্যসেবা’ চালু

দেশের সরকারি হাসপাতালে ফি দিয়ে রোগীরা এখন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের থেকে বৈকালিক সেবা পাবেন। প্রাথমিকভাবে ৫১টি সরকারি হাসপাতালে এই সেবা কার্যক্রম চালু করা হয়েছে। বৃহস্পতিবার...

বাসন্তীর জালের মতো শিশুর নামে অসত্য লিখে স্বাধীনতাকে কটাক্ষ করা কি অপরাধ নয় : প্রশ্ন তথ্যমন্ত্রীর

‘বাসন্তীকে জাল পরিয়ে বানোয়াট সংবাদ পরিবেশনের মতো একটি শিশুকে ১০ টাকা দিয়ে তার নাম ব্যবহার করে অসত্য লিখে স্বাধীনতাকে কটাক্ষ করা কি অপরাধ নয়’...
- Advertisment -spot_img

জনপ্রিয় খবর