ক্ষমতার অপব্যবহার ও অর্থ আত্মসাতের অভিযোগ, গ্রেফতার অধ্যক্ষ

পিরোজপুরে কুমারখালি ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আলিম (৫২) কে বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শনিবার (৫ এপ্রিল) গভীর রাতে সদর থানা পুলিশ পিরোজপুর শহরের পশ্চিম শিকারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
থানা সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৫ মার্চ পিরোজপুর সদর থানায় আব্দুল আলিমের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন উত্তর শিকারপুর এলাকার সিরাজুল ইসলাম (৪২)। মামলাটি ১৯ নম্বর হিসেবে নথিভুক্ত হয়েছে। এতে পেনাল কোডের ধারা ১৪৩/৩৪১/৩২৩/৪২৭ এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮ এর ৩/৪/৬ ধারাসমূহ উল্লেখ করা হয়েছে।
আব্দুল আলিম পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের সাতবেকুটিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি পিরোজপুর পৌরসভাধীন কুমারখালি মাহমুদিয়া নেছারিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ঐ মাদ্রাসার স্থগিতকৃত অধ্যক্ষ মাওলানা গাজী রুহুল আমিন বলেন, ‘মাওলানা আব্দুল আলীম জুনিয়র শিক্ষক হয়েও ক্ষমতার দাপটে অবৈধ স্কেল গ্রহণ করেছে, হয়েছেন সহকারী অধ্যাপক। বায়তুল আইতাম শিশু সদনে ইয়াতিম না রেখেও ক্যাপিটেশন গ্রান্টের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার নামে। ৮ম শ্রেণির ছাত্রী ফুসলিয়ে বিয়ে করার অভিযোগসহ তার বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ রয়েছে।’
মামলার বাদী সিরাজুল ইসলাম জানান, ‘রাতে আসামির আত্মীয়স্বজনরা আমার বাসায় এসে বিভিন্ন রকম হুমকি ধামকি দিয়েছে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।’ এ বিষয়ে তিনি পিরোজপুর সদর থানাকে অবহিত করেছেন বলেও জানান।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, ‘আব্দুল আলিম বিস্ফোরক মামলার এজহারভুক্ত আসামি। তাকে শনিবার রাতে পশ্চিম শিকারপুর থেকে গ্রেফতার করা হয়েছে।’
–নাসির উদ্দিন, পিরোজপুর
–ON/SMA