ব্যাটিংয়ে নেমে পাহাড়সম রান তুলেছে বাংলাদেশ। ওয়ানডে ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ৩৩৯ রানের টার্গেট দিয়েছে আয়ারল্যান্ডকে। বিশাল এই রান তাড়ায় নেমে টাইগার বোলারদের তপের মুখে পড়ে দিশেহারা হয়ে গেছে আইরিশরা। ১০৯ রানেই ৬ উইকেট হারিয়ে ধুকছে সফরকারী দল।