নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়ার বিরুদ্ধে অভিযান, অর্থদণ্ড ও ভাড়া ফেরত

নাগেশ্বরী উপজেলায় দূরপাল্লার বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৪ এপ্রিল) সকাল থেকে এই অভিযান পরিচালনা করেন নাগেশ্বরীর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
অভিযানকালে ঢাকা ও অন্যান্য দূরপাল্লার বাস কাউন্টারসমূহ পরিদর্শন করে অনুমোদিত ভাড়ার অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি যাচাই করা হয়। এ সময় যেসব পরিবহন সংস্থা অতিরিক্ত ভাড়া নিয়েছিল, তাদের তা যাত্রীদের ফেরত দিতে বাধ্য করা হয় এবং সতর্ক করা হয়।
মোবাইল কোর্টের মাধ্যমে তিনটি মামলায় মোট ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ‘যাত্রীসাধারণের ভোগান্তি লাঘবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’
–জাহিদ খান, নাগেশ্বরী
–ON/SMA