লাঙ্গলবন্দে শুরু মহাঅষ্টমী স্নানোৎসব, ২০টি ঘাটে চলছে পুণ্যস্নান

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী স্নানোৎসব শুরু হচ্ছে শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত ২টা ৮ মিনিটে। পাপমোচনের এই স্নান চলবে শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫১ মিনিট পর্যন্ত।
স্নানোৎসব উপলক্ষে পুণ্যার্থীদের নিরাপত্তা ও সুবিধার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে লাঙ্গলবন্দ স্নানোৎসব এলাকা পরিদর্শন করেছেন। তিনি জানান, ‘আগত পুণ্যার্থীদের সুবিধার্থে ১৬০টি শৌচাগার স্থাপন করা হয়েছে। স্নান এলাকায় নিরাপত্তায় বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। সিসিটিভির পাশাপাশি পর্যবেক্ষণের জন্য থাকবে ড্রোন। পুণ্যার্থীদের নিরাপত্তায় লাঙ্গলবন্দ জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগাম প্রস্তুতি সম্পন্ন করেছে।’
স্নান এলাকার ২০টি ঘাটে পুণ্যার্থীদের জন্য কাপড় পাল্টানোর ব্যবস্থা, চিকিৎসা সেবার জন্য ভ্রাম্যমাণ কেন্দ্র, বিশুদ্ধ পানি সরবরাহ এবং শৌচাগারের ব্যবস্থা রাখা হয়েছে।
পুণ্যার্থীদের নিরাপত্তায় ১,৫০০ সদস্যের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি টহলে থাকবে সেনাবাহিনী, র্যাব, নৌ পুলিশ এবং কোস্ট গার্ড।
–মোহাম্মদ আলমগীর হোসেন, সোনারগাঁ(নারায়ণগঞ্জ)
–ON/SMA