কচুয়ায় ৪১ দিন জামাতে নামাজ আদায়ে ১০ শিশু-কিশোর পেল বাইসাইকেল

চাঁদপুরের কচুয়ায় টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করায় ১০ শিশু-কিশোরকে বাইসাইকেলসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়েছে। ইসলামিক জীবন গঠনে শিশুদের উদ্বুদ্ধ করতেই এমন উদ্যোগ নিয়েছিলেন সহদেবপুর গ্রামের প্রবাসী সোহাগ মিয়াজী।
সহদেবপুর নুরানীয়া হাফেজিয়া মাদ্রাসায় আয়োজিত এই ব্যতিক্রমধর্মী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও ১০ জন কোরআন শুদ্ধভাবে পাঠের জন্য নগদ অর্থসহ পুরস্কার পেয়েছে। বুধবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিদের উপস্থিতিতে অংশগ্রহণকারীদের মাঝে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরো আয়োজনের পেছনে ছিল প্রবাসী সোহাগ মিয়াজী ও স্থানীয় যুব সমাজের সম্মিলিত উদ্যোগ। নামাজের মাধ্যমে আল্লাহর হুকুম ও রাসুল (সা.)-এর সুন্নাহ মোতাবেক জীবন গঠনের উদ্দেশ্যে প্রথম থেকে ২০তম স্থান অর্জনকারী সবাইকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে প্রথম থেকে দশম স্থান অধিকারীরা পেয়েছে বাইসাইকেল। অন্যরাও পেয়েছে সান্ত্বনা পুরস্কার।
এমন উদ্যোগে এলাকার মানুষ দারুণ উৎসাহ প্রকাশ করেছেন। গ্রামবাসীর বক্তব্য অনুযায়ী, ‘শিশু-কিশোরদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখী করার লক্ষ্যে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক কামাল হোসেন, নাজমুল বকাউল, ডা. মফিজুর রহমান, মো. নাছির, আল আমিন, জাকির হোসেন, জয়নাল আবেদীন, রাসেল আহমেদ সোহাগ প্রমুখ।
ছবি: কচুয়ায় টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করায় বাইসাইকেল পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।
– মো: মাসুদ মিয়া, চাঁদপুর
-ON/SMA