লক্ষ্মীপুরে ৪৫ দিন জামায়াতে নামাজ পড়ায় ১৫ কিশোরকে সাইকেল উপহার

লক্ষ্মীপুরের দালাল বাজার ইউনিয়নের বায়তুল জান্নাত জামে মসজিদ ও স্থানীয় যুবসমাজের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে আয়োজিত ‘আলোর সন্ধ্যানে’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকেলে মসজিদ প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর এডভোকেট নজীর আহমেদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নূর নবী। বায়তুল জান্নাত জামে মসজিদের সভাপতি আলহাজ্ব এম এ গফুরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম বিএনপির সদস্য সচিব মো. কামরুজ্জামান সোহেল, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট কামাল হোসেন, পজিটিভ বাংলাদেশের চেয়ারম্যান এডভোকেট নিজাম উদ্দিন, লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ, সদর থানার সহকারী উপপরিদর্শক নরুল করিম চৌধুরী, সদর উপজেলা পশ্চিম বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জামাল হোসাইন, সদর উপজেলা পশ্চিম যুবদলের সদস্য সচিব আব্দুর রহমান এবং মসজিদ কমিটির সেক্রেটারি আলমগীর হোসেন মানিক।
জানা যায়, প্রতি বছর বায়তুল জান্নাত জামে মসজিদ ও স্থানীয় যুবসমাজের উদ্যোগে রমজান মাসে ‘আলোর সন্ধ্যানে’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এটি এবছর তৃতীয়বারের মতো আয়োজিত হলো।
এই প্রতিযোগিতার অংশ হিসেবে টানা ৪৫ দিন জামায়াতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ১৫ জন শিশু ও কিশোরকে সাইকেল উপহার দেওয়া হয়। এছাড়া দ্বিতীয় পর্বে উত্তীর্ণ ৯ জনকে ডিনার সেট প্রদান করা হয়। পাশাপাশি কোরআন তেলাওয়াত, আজান এবং হামদ-নাত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।
–আবদূল্লা আল ফয়সাল, লক্ষ্মীপুর
–ON/SMA