রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নাসিরুল হক সাবুকে চাইলেন খৈয়ম

রাজবাড়ী-২ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নাসিরুল হক সাবুকে সমর্থন জানিয়েছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, ‘নাসিরুল হক সাবু একজন ভালো মানুষ, তিনি দীর্ঘদিন এই এলাকার মাটি ও মানুষের সাথে মিশে আছেন। রাজনীতিতে ভালো মানুষের প্রয়োজন, তাই আমি তার পাশে আছি।’
সোমবার পাংশা সরকারি কলেজ মাঠে পাংশা উপজেলা বিএনপির আয়োজনে বিশাল ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নাসিরুল হক সাবু। তিনি বলেন, ‘আপনাদের দোয়া ও ভালোবাসার কারণে আবারো আপনাদের মাঝে ফিরে এসেছি। আমরা সকলে মিলে খালেদা জিয়া ও তারেক রহমানের দিকনির্দেশনায় রাজনীতি করব। আমার জন্য দোয়া করবেন, যাতে আপনাদের পাশে থাকতে পারি।’
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পাংশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ এ আর মাহমুদুল হক রোজেন এবং সঞ্চালনা করেন পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নঈমুদ্দিন আনছারী, রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য সদরুল আমিন হাবিব, সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, অ্যাডভোকেট এস এম মোক্তার কবির খান নান্নু, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক মশিউল আলম চুন্নু, বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম, কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খান মো. আইনুল হাবিব, সাবেক চেয়ারম্যান সুরুজ আলী মুন্সী, রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মামুন, কালুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জিল্লুর রহমান এবং সদস্য সচিব ডা. মো. জাকির হোসেন।
এ সময় পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কয়েক হাজার রোজাদার একসঙ্গে ইফতার করেন, যা পাংশা সরকারি কলেজ মাঠকে কানায় কানায় পূর্ণ করে তোলে।
–আল আমিন হোসেন, রাজবাড়ী
–ON/SMA