রৌমারীতে ভিজিএফ স্লিপ চাওয়ায় বৃদ্ধাকে লাঞ্ছিতের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ভিজিএফ স্লিপ চাওয়ায় রুপভানু নামের এক বৃদ্ধাকে চড়-থাপ্পড় মেরে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বন্দবেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলামের বিরুদ্ধে।
শুক্রবার (২১ মার্চ) এ ঘটনা ঘটে এবং সোমবার (২৪ মার্চ) ভুক্তভোগী বৃদ্ধা রুপভানু উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।
স্থানীয় সূত্র ও অভিযোগের ভিত্তিতে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণের জন্য বন্দবেড় ইউনিয়নে ৭,৮০০টি স্লিপ বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ৫ নম্বর ওয়ার্ডে বরাদ্দ ছিল ৫০০টি স্লিপ।
বাগুয়ারচর গ্রামের মৃত মাজম আলীর স্ত্রী রুপভানু স্লিপের জন্য স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলামের বাড়িতে গেলে তিনি তাকে স্লিপ দিতে অস্বীকৃতি জানান। অভিযোগে বলা হয়েছে, ইউপি সদস্য রুপভানুকে বলেন, ‘তুই আমাকে ভোট দিসনি, তোকে স্লিপ দেওয়া যাবে না।’
একপর্যায়ে কথাকাটাকাটির মধ্যে শফিকুল ইসলাম বৃদ্ধাকে থাপ্পড় মেরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন বলে অভিযোগ করেন রুপভানু। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তবে, ইউপি সদস্য শফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘স্লিপ দিতে দেরি হওয়ায় রুপভানু আমাকে গালিগালাজ করেন। আমি তাকে বাড়ি থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু কোনোভাবে চড়-থাপ্পড় মারিনি।’
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জল কুমার হালদার অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং তদন্তের জন্য রৌমারী থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, স্থানীয়দের মধ্যে এ ঘটনায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
–জাহিদ খান, কুড়িগ্রাম
–ON/SMA