৩৬ বছর আগের সম্পর্কের ঘটনায় পদত্যাগ আইসল্যান্ডের নারী মন্ত্রীর

আইসল্যান্ডের শিশুকল্যাণ বিষয়ক মন্ত্রী আস্থিলদার লোয়া থোরসদোত্তির ৩৬ বছর আগে এক ১৫ বছর বয়সী কিশোরের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়েছিলেন। সেই সম্পর্কের ফলে জন্ম হয় এক পুত্রসন্তানের। বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসার পর স্বীকারোক্তি দিয়ে পদত্যাগ করেছেন তিনি।
বর্তমানে ৫৮ বছর বয়সী আস্থিলদার লোয়া থোরসদোত্তির যখন ওই কিশোরের সঙ্গে সম্পর্কে জড়ান, তখন তার বয়স ছিল ২২ বছর। এক বছর পর, অর্থাৎ তিনি যখন ২৩ এবং ওই কিশোর ১৬, তখন তিনি সন্তানের জন্ম দেন, যার বর্তমান বয়স ৩৫ বছর।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আস্থিলদার তখন ধর্মীয় একটি গ্রুপের কাউন্সেলর ছিলেন। ওই গ্রুপে আশ্রয় নিয়েছিলেন ১৫ বছর বয়সী ইরিক আসমুন্ডসন, যার সঙ্গে তার পরিচয় হয় এবং ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তী সময়ে সেই সম্পর্ক শারীরিক সম্পর্কে রূপ নেয়।
আইসল্যান্ডের আইন অনুযায়ী, সম্মতি জানানোর বয়স ১৫ বছর হলেও যদি কেউ শিক্ষক, মেন্টর বা আর্থিকভাবে নির্ভরশীল অবস্থায় থাকে, তাহলে ১৮ বছরের আগে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করা অপরাধ। এ ধরনের অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। যদিও এই ঘটনা ৩৬ বছর আগের, আস্থিলদার মনে করেন, সময়ের ব্যবধানে অনেক কিছু বদলে গেছে এবং এখন বিষয়টি ভিন্নভাবে দেখা উচিত।
আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্ট্রান ফ্রেস্টাদোত্তির বলেন, ‘বিষয়টি গুরুতর।’ তিনি জানান, বিষয়টি জানার পরপরই আস্থিলদারকে তার দপ্তরে তলব করা হয় এবং সেখানেই তিনি শিশুকল্যাণ মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। তবে পার্লামেন্ট সদস্য হিসেবে পদত্যাগের কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আস্থিলদার ও আসমুন্ডসনের সম্পর্ক গোপন থাকলেও সন্তান জন্মের সময় আসমুন্ডসন উপস্থিত ছিলেন। সন্তানের জন্মের পর প্রথম এক বছর তারা একসঙ্গে ছিলেন, তবে আস্থিলদার পরবর্তীতে অন্য সম্পর্কে জড়ান এবং আসমুন্ডসনের সঙ্গে দূরত্ব তৈরি হয়। পরে আসমুন্ডসন আইসল্যান্ডের আইন মন্ত্রণালয়ে সন্তানের ‘এক্সেস’ দাবি করে ডকুমেন্ট জমা দেন। যদিও একসময় তিনি সন্তানকে আর্থিক সহায়তা দিয়েছিলেন, আস্থিলদার তাকে ‘এক্সেস’ দিতে রাজি হননি।
গত সপ্তাহে আসমুন্ডসনের এক নারী আত্মীয় এ বিষয়ে দু’বার আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। এরপরই বিষয়টি আলোচনায় আসে এবং আস্থিলদারকে পদত্যাগ করতে হয়।
সূত্রঃ বিবিসি
–ON/SMA