ভাইয়ের মৃত্যু সহ্য করতে না পেরে বোনেরও হৃদযন্ত্র বন্ধ হয়ে মৃত্যু

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একদিনের ব্যবধানে দুই ভাইবোনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। ছোট ভাই সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর বড় বোনও শোকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।
শনিবার (২৩ মার্চ) দুপুরে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইটভাটার মালিক সত্তার খান (৫৫) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশালের সেবা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন, তবে পথেই তার মৃত্যু হয়।
ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় বোন মোছাম্মত লুৎফুন্নেছা বকুল (৭৫) পিত্রালয়ে ছুটে আসেন। শনিবার সন্ধ্যায় যখন সত্তার খানের মরদেহ বাড়িতে আনা হয়, তখন তিনি শেষবারের মতো দেখতে গিয়ে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে জানা যায়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনিও মৃত্যুবরণ করেছেন।
লুৎফুন্নেছা বকুল খানপুরা-রাশেদ খান মেনন স্কুল অ্যান্ড কলেজের সাবেক সহকারী শিক্ষক আনসার আলী মোল্লার স্ত্রী ছিলেন। একসঙ্গে দুই ভাইবোনের মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসী শোকে স্তব্ধ।
রবিবার (২৪ মার্চ) পৃথক জানাজার পর দুই ভাইবোনকে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়। ক্ষুদ্রকাঠী ও খানপুরা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে, এলাকাবাসী এখনো এই আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছে না।
–মাসুদ পারভেজ, বাবুগঞ্জ
–ON/SMA