নরসিংদীতে গৃহবধূকে ধর্ষণ, ভিডিও ধারণ, প্রাণনাশের হুমকি দিয়ে মামলা

নরসিংদীর রায়পুরা উপজেলার রহিমাবাদ এলাকায় সনাতন ধর্মাবলম্বী তিন সন্তানের জননী (৪০) এক গৃহবধূকে ধর্ষণ, ভিডিও ধারণ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষক রাকিবসহ তার দুই সহযোগীর বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় সোমবার রাতে মামলা দায়ের করা হয়।
ভুক্তভোগী জানান, রবিবার (১৬ মার্চ) রাতে তারাবি নামাজ চলাকালে রাকিব তার ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার সহযোগী একজন মুঠোফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে, অন্যজন বাহিরে পাহারা দেয়। ধর্ষণের পর রাকিব ভুক্তভোগীর স্বর্ণালংকার এবং নগদ টাকা ছিনিয়ে নেয় এবং হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ-এর কাছে ঘটনার বিস্তারিত জানান। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে এবং পুলিশ কার্যক্রম চলছে। আমরা আশাকরি দ্রুত আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।”
স্থানীয়রা জানিয়েছেন, ধর্ষক রাকিব একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে এবং এলাকার অন্যান্য অপকর্মের সঙ্গেও তার নাম জড়িত।
মামলার বাদী জানান, ‘রাকিব আমার বাবাকে পিস্তল দেখিয়ে ভয়ভীতি দেখিয়ে হত্যার হুমকি দিয়েছে। তিনি আরও বলেন, “এখনও আমরা শুনছি যে, যদি মামলা তুলে না নিই, সে আমাদের হত্যা করবে।” তিনি দাবি করেছেন, সনাতন ধর্মের মানুষ হিসেবে দ্রুত আসামিদের গ্রেপ্তার করে কঠিন শাস্তি দেওয়া হোক।
–হারুনূর রশিদ, নরসিংদী
–ON/SMA